জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু 

আবু রায়হান, জয়পুরহাটঃ 
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
 
ঘটনা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের মোজাহার আলীর ছেলে আমিরুল ইসলাম(৫৫) উপজেলার মোলামগাড়িহাটে আমিন উদ্দিন সর্দারের একটি বহুতল ভবনের দেয়ালে রং এর কাজ করার সময় অসাবধানতার বসে দেয়ালের পাশে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ তারের সঙ্গে জড়িয়ে পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে তারের সাথে ঝুলে থাকা মরদেহটি কালাই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার করেন। 

এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান খবর পেয়ে পুলিশ ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

The tragic death of a painter after being electrocuted in Kalai, Joypurhat


 Abu Raihan, Joypurhat

 A painter has died after being electrocuted in Kalai of Joypurhat.



 According to eyewitnesses, Amirul Islam, 55, son of Mozahar Ali of Zindarpur village in Kalai upazila, died on the spot when he inadvertently got involved in painting a wall of a multi-storey building of Amin Uddin Sardar at Molamgarihat in the upazila.


 Upon receiving the news of the incident, the body hanging from the wire was rescued by the members of Kalai Fire Service.


 Kalai Police Station Officer-in-Charge (OC) Selim Malik said the police force immediately visited the spot.

English version

Comments