Sponsored ads go below

Saturday, December 26, 2020

বাউয়েটের নতুন ওয়েব সাইট উদ্বোধন

মোঃ আব্দুস সালাম, নাটোর
নাটোর বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিংএন্ড টেকনোলজি
(বাউয়েট) এর আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। উপাচার্যরে কনফারেন্স হলে শুক্রবার নতুন ওয়েব সাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
উপাচার্য বলেন, নতুন আঙ্গিকে সাজানো বাউয়েট ওয়েব সাইট ( www.bauet,ac.bd) এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকগণ উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ পনেরটি লিঙ্কের মাধ্যমে শিক্ষার বিভিন্ন উপকরণ তথ্য সহজ করে উপস্থাপন করা হয়েছে। এতে আরো ফিচারযুক্ত করা হবে যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাস, নোটিশ, টেস্ট, কুইজ, এ্যাসাইমেন্টেস রিপোর্ট , পরীক্ষার ফলাফল, প্রেমেন্টসহ প্রয়োজনীয় তথ্য ব্রাউজ করে সহজে জানতে পারবে।
অনুষ্ঠানে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুসদের ডিনগণ, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, উপদেষ্টা বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ এবং সফটওয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিপিলিকা সফট ডটকম এর কর্মকর্তাবৃন্দ।
 

No comments: