Sponsored ads go below

Saturday, October 16, 2021

নাটোরের সিংড়ায় ২ কেজি গাঁজা সহ ১ জন আটক

মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি  
নাটোরের সিংড়ায় ২ কেজি গ^াজা সহ ১ জনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতি বার সন্ধা ৭ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাটোর জেলার সিংড়া থানার নিংগইন গ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে শুকনো গাঁজা ২ কেজি (যার অনুমানিক মূল্য- ৬০ হাজার  টাকা) মোবাইল-১ টি, সিমকার্ড-২ টি, মোমেরীকার্ড-১ টি, ক্যারিং ব্যাগ-১ টিসহ সিংড়া থানার বন্দর গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ আবু হায়াত (৩৫)কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে  সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্তার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

No comments: