র্যাবের অভিযানে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ভূয়া ডাক্তারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ০৬ মাসের কারাদন্ড
মোঃ আব্দুস সালাম , নাটোর
সিপিসি-২, নাটোর র্যাবের অপারেশন কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে সকাল সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার র্যাবের অভিযানে দয়ারামপুর বাজারে লাইসেন্সবিহীন ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসীর মালিক এবং ভূয়া ডাক্তারকে ০৬ (ছয়) মাস কারা দন্ড এবং ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন- উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত- আফের উল্লাহ এর ছেলে মোঃ ইদ্রিস আলী (৫০)। উদ্ধারকৃত মালামাল-(ক). ফরভভৎবহঃ / ঃুঢ়বং ড়ভ ভধশব পবৎঃরভরপধঃবং- ০৫ টি, (খ) ড়ঢ়বৎধঃধরড়হ ঃড়ষষং-দ্ধ০১ নড়ী, (গ) ঢ়ৎবংপৎরঢ়ঃরড়হ- দ্ধ০১ পড়ঢ়ু, (ঘ) ঁহষবাবষবফ ঃধনষবঃং -দ্ধ২০০ ঢ়পং (ঙ) শরহফবু ঃৎধু -দ্ধ০২ ঢ়পং, (চ) মশ ঢ়যধৎসধ পবৎঃরভরপধঃবং-দ্ধ০১পড়ঢ়ু, (ছ) ধসষড়শর ংুৎঁঢ়-দ্ধ১০০ ঢ়পং, (জ) সৎরঃড়ংধহলরনড়হর ংুৎঁঢ় -৭০ ঢ়পং, (ঝ) টহষবাবষবফ ঐধষঁধ-দ্ধ১০ নড়ুড়সং সহ লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে এমবিবিএস ডিগ্রী না থাকা সত্তে¡ও ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপসন করে চিকিৎসার মাধ্যমে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসীর মালিককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমান সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর মেডিকেল অফিসার জনাব ডাঃ রাজেস কুমার সাহা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)। আটককৃত মোঃ ইদ্রিস আলী (৫০)কে নাটোর জেলাকারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ে সংরক্ষিত আছে।
সিপিসি-২, নাটোর র্যাবের অপারেশন কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে সকাল সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার র্যাবের অভিযানে দয়ারামপুর বাজারে লাইসেন্সবিহীন ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসীর মালিক এবং ভূয়া ডাক্তারকে ০৬ (ছয়) মাস কারা দন্ড এবং ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন- উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত- আফের উল্লাহ এর ছেলে মোঃ ইদ্রিস আলী (৫০)। উদ্ধারকৃত মালামাল-(ক). ফরভভৎবহঃ / ঃুঢ়বং ড়ভ ভধশব পবৎঃরভরপধঃবং- ০৫ টি, (খ) ড়ঢ়বৎধঃধরড়হ ঃড়ষষং-দ্ধ০১ নড়ী, (গ) ঢ়ৎবংপৎরঢ়ঃরড়হ- দ্ধ০১ পড়ঢ়ু, (ঘ) ঁহষবাবষবফ ঃধনষবঃং -দ্ধ২০০ ঢ়পং (ঙ) শরহফবু ঃৎধু -দ্ধ০২ ঢ়পং, (চ) মশ ঢ়যধৎসধ পবৎঃরভরপধঃবং-দ্ধ০১পড়ঢ়ু, (ছ) ধসষড়শর ংুৎঁঢ়-দ্ধ১০০ ঢ়পং, (জ) সৎরঃড়ংধহলরনড়হর ংুৎঁঢ় -৭০ ঢ়পং, (ঝ) টহষবাবষবফ ঐধষঁধ-দ্ধ১০ নড়ুড়সং সহ লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে এমবিবিএস ডিগ্রী না থাকা সত্তে¡ও ডাক্তার পরিচয়ে প্রেসক্রিপসন করে চিকিৎসার মাধ্যমে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে ইলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট ফার্মেসীর মালিককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমান সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপেøেক্সর মেডিকেল অফিসার জনাব ডাঃ রাজেস কুমার সাহা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)। আটককৃত মোঃ ইদ্রিস আলী (৫০)কে নাটোর জেলাকারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কার্যালয়ে সংরক্ষিত আছে।
Comments