Sponsored ads go below

Friday, February 12, 2021

বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়রের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা


মোঃ আব্দুস সালাম ,নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মাজেদুল বারী নয়নকে জিতাতে পথসভা করে বেড়াচ্ছেন বনপাড়া পৌরসভার মেয়র সহ আশেপাশের সর্বস্তরের নেতাকর্মী।
আগামী ১৪ ফেব্রুয়ারি বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন। আওয়ামীলীগ মনোর্থীত প্রার্থী মাজেদুল বারী নয়ন নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ ইছাহাক আলী ধানের শীষ নিয়ে নেমেছে ভোটযুদ্ধে। দুই দলেই একক প্রার্থী অবস্থাটা হয়েছে এমন। কেউ কাউরে নহি ছাড়ে সমানে সমান। নৌকার কান্ডারী মাজেদুল বারী নয়নকে জিতানোর জন্য মাঠে নেমেছে বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন । তার সাথে ভোট প্রচারণায় যোগ দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্যের সুযোগ্য কন্যা ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, আজম আলী কলেজের অধ্যক্ষ এস এম আসাদ উজ্জ্ জামান এবং ১ নং জোয়াড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল সহ এলাকার অগণিত নেতাকর্মী।

No comments: