Sponsored ads go below

Monday, February 15, 2021

বড়াইগ্রাম পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা বিজয়ী

মো: আব্দুস সালাম ,নাটোর
নাটোরের বড়াইগ্রামে চতুর্থ দাপে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: মাজেদুল বারী নয়ন নৌকা প্রতীক নিয়ে এবং ৯ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে তিন জন বেসরকারিভাবে জয়লাভ করেছে।
মাজেদুল বারী নয়ন ১০০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডী মোঃ ইছাহাক আলী ভোট পেয়েছেন ১৩৮৬। এছাড়াও ৯টা ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের মো: ফজলুল করিম- পানির বোতল, ২নং ওয়ার্ডের মো: আতোয়ার রহমান- পাঞ্জাবী,৩নং ওয়ার্ডের মো: রফিকুল ইসলাম-পাঞ্জাবি ,৪নং ওয়ার্ডের মো:আব্দুল আজিজ - পানির বোতল,৫নং ওয়ার্ডের মো: মোতালেব হোসেন-পাঞ্জাবি,৬নং ওয়ার্ডের দীল মোহাম্মদ চৌধুরী- পানির বোতল ,৭নং ওয়ার্ডের মো: আব্দুস ছামাদ সরকার -পানির বোতল, ৮নং ওয়ার্ডের মো: জাহিদুল ইসলাম-বøাক বোর্ড ,৯নং ওয়ার্ডের মো: ওয়াজেদ আলী- উট পাখি
সংরক্ষিত কাউন্সিলর পদে তিন জন মোছাঃ রোকেয়া বেগম আনারস, মোছা: রানী বেগম- জবা ফুল, মোছা: জহুরা বেগম-আনাারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে।

No comments: