Sponsored ads go below

Thursday, February 11, 2021

বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে বিনিউজও


নির্বাচনী হালচাল
বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন
১ং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান (হুরমত) শেখ এর পাজ্ঞাবি প্রতীকের জয় চান এলাকাবাসী 

স্টাফ রিপোর্টার, আপডেট 8.34 পিএম. 11/02/2021
আগামী ১৪ তারিখ নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন। এ নির্বাচন নিয়ে প্রার্থীরা যার যার মত প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের চোখের ঘুমকে জলাজ্ঞলি দিয়ে তাদের প্রচারণাও ততোই বাড়ছে । প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নানাভাবে ভোটও চাইছেন প্রার্থীসহ ভোটকর্মীরা । 
এ পৌরসভায় ভোট প্রচারণায় ত্যাগী প্রার্থীদের মধ্যে পাঞ্জাবী প্রতীকের ভোট প্রচারণা এখন চোখে পড়ার মত। 
ভোট প্রচারণায় সুমধুর কণ্ঠে মাঠে এখন সরব মাইকিংসহ এ প্রার্থীর ভোট কর্মীরাও।  দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনাও করছেন তারা । 
চা'য়ের স্টল থেকে শুরু করে বাড়ি বাড়ি এখন ভোটারদের মুখে মুখে পাঞ্জাবী প্রতীকের গুন্জণ। এ পৌরসভার ১ং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান (হুরমত) শেখ এর পাঞ্জাবি প্রতীকের জয় কামনা করছেন এখন ওয়ার্ডবাসী।  তারা চান এ ওয়ার্ডে এমন একজন সৎ-যোগ্য,নিষ্ঠাবান ও সমাজসেবকের জয় হোক।  যার হাতে সংস্কার হবে দুর্ণীতি-সন্ত্রাস। উৎশৃঙ্খলমুক্ত, ডিজিটাল গ্রীন-ক্লিন ওয়ার্ড গঠনে যার ভূমিকা হবে অবাধ।
জানতে চাইলে পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মোঃ হাবিবুর রহমান (হুরমত) শেখ জানান, এ ওয়ার্ডের সকল ভোটারদের আশ্বাস ও ভালোবাসা নিয়ে আগামী ১৪ তারিখে নিজের শতভাগ জয় হবে এমনটাই কামনা করছেন এ বিশিষ্ট সমাজসেবক।

No comments: