Sponsored ads go below

Friday, January 8, 2021

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বী এক তরুণী ধর্ষণের শিকার

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বী এক তরুণী ধর্ষণের শিকার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের বিল থেকে শাক তুলে সনাতন ধর্মাবলম্বী (১৯) বছর বয়সী এক তরুণী তার বাড়ি উঁচনা গ্রামে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় পাঁচবিবি থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারী বুধবার বিকালে ধরঞ্জী ইউনিয়নের সালুয়ার বিল থেকে শাক তুলে মাঠ দিয়ে বাড়ি ফেরার পথে উঁচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মোনোয়ার হোসেন (১৯) তাকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব ঐ তরুনীকে পাশের একটি আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে গেলে আহত অবস্থায় তরুণী  তার বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে আজ শুক্রবার দুপুরে তার পরিবারের লোকজন পাঁচবিবি থানায় উপরোক্ত ঘটনার বিষয়ে মামলা দায়ের করেন।

উপরোক্ত ঘটনার বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে ।


No comments: