শীতকালীন ফসলের সৌন্দর্যে মেতেছে বাংলাদেশ, নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে Bnewso .

শীতকালীন ফসলের সৌন্দর্যে মেতেছে বাংলাদেশ, নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে Bnewso .

জাহিদুল ইসলাম
শীতকালীন ফসলে ভরপুর হয়েছে বাংলাদেশের মাঠ।বিভিন্ন রকম নতুন ফসলের মাঠের সৌন্দর্য মুগ্ধ করছে সকল পেশাজীবি মানুষ কে। 

গম, সরিষা, কালজিরা, রসুন, খাসারীর নতুন চারা, উর্তি বয়সী চারা গাছে পরিপূর্ণ হয়েছে বাংলাদেশের বনলতা সেনের নগরী নাটোরের মাঠ। উর্তি বয়সী এই সকল সবুজ,সতেজ চারা গাছ অক্সিজেনে পরিপূর্ণ।সবুজ মাঠের মাঝে পাখির কিচিরমিচির,ডানা মেলে উড়ে যাওয়া মুগ্ধ করছে কৃষকসহ সকল পেশাজীবি মানুষ কে।মাঠের পাশে সারি সারি গাছ গাছালি উঠে এসেছে বিনিউজও এর ক্যামেরায়। 

মাঠের মাঝে কাজ করতে আসা কৃষক,বিভিন্ন পেশাজীবি মানুষ নিজের অজান্তেই অক্সিজেনের অভাব দুর করতে সক্ষম হচ্ছে। সবুজ পরিবেশ চোখের জৌতি বাড়িয়ে দিচ্ছে।

 রৌদ্রময় পরিবেশে নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামে ক্যামেরার পেছনে মুগ্ধ বিনিউজও।   

শীতকালীন এই সকল মাঠের ফসল বাংলাদেশের প্রকৃতির নিয়মিত দর্শন।

Comments