Sponsored ads go below

Saturday, January 9, 2021

জয়পুরহাটে চুরি করতে এসে ৯৯৯ এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল দুই চোর


জয়পুরহাটে চুরি করতে এসে ৯৯৯ এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেল দুই চোর

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ৯৯৯ এ ফোন করে গণপিটুনি থেকে রক্ষা পেয়েছে দুই চোর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি শুক্রবার মধ্য রাতে জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্ব জানিয়ার বাগান এলাকায় একটি নির্মানাধীন পাঁচ তলা ভবনের কাজ থাকার সুযোগে সেখানে তারা জানালার কার্নিশ ও বাঁশের সহযোগীতায় ভবনের ভিতরে ঢুকে বিদ্যুতের মেইন লাইন কেটে দিয়ে বিদ্যুতের তার সহ স্যানেটারির মালামাল চুরি করে বস্তাবন্দি করে নামার সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে উক্ত বাড়ির চারপাশ ঘেরাও করে।

বিপদ আঁচ করতে পেরে উক্ত দুই চোর নিজেদের বাঁচাতে ৯৯৯ এর শরণাপন্ন হলে তাৎক্ষণিক জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  তাদের আটক করে থানায় নিয়ে যায়।  পরবর্তিতে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


No comments: