নাটোরের সিংড়ায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

মো. আব্দুস সালাম , নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় ৪র্থ ধাপে ১২টি ইউনয়িন পরিষদের উৎসবমুখর পরিবেেশ ভোট গ্রহণ শুরু হয়েেছ। রববিার সকাল ৮টা থেকে প্রতিিট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা ঘণ কুয়াশা উপেক্ষা করে সকাল থকেইে ভোট কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে। নারী-পুরুষ উভয়েই র্দীর্ঘ লাইনে দাঁড়েিয় সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করছনে। সকালে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
জেলা নির্বাচন র্কাযালয় সুত্রে জানা যায়, ১২ টি ইউনিয়নের ১১৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৬৩ হাজার ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছনে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৪২৪জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩০ হাজার ৪ শত জন। নির্র্বাচনে দুইটি ইউনয়িন পরিষদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত দুইজন চয়োরম্যান বাদে ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেনে। ১২টি ইউনয়িনে সাধারণ সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচন সুষ্ঠভাবে পরচিালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবিসহ পুলশি, র‌্যাব ও আনসার স্ট্রাইকিং র্ফোস হিসেেব মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুিলশ এবং আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে ।#WithMe

Comments