Sponsored ads go below

Sunday, January 10, 2021

জয়পুরহাটের রামচন্দ্রপুর বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাটের রামচন্দ্রপুর বাঁশঝাড় থেকে  কিশোরের মরদেহ উদ্ধার 

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর হিন্দুপাড়া এলাকার এক বাঁশঝাড় থেকে একই ইউনিয়নের খোরদ্দা গ্রামের নবদিব বর্মনের ছেলে সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । 
 
বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, গত ৯ জানুয়ারি শনিবার রাত ৮ টার পর থেকে ওই কিশোর নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি পরিবার। 

আজ রবিবার দুপুর ১২ টার দিকে ওই এলাকার প্রতিবেশী এক মহিলা উক্ত বাঁশঝাড়ে পাতা কুড়ুতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুঁটে এসে পুলিশে খবর দেয়। 

পরে তার পরিবারের লোকজন খবর পায় যে তাদের ছেলেকে কে বা কাহারা হত্যা করে বাঁশঝাড়ে ফেলে রেখে গেছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইসতিয়াক আলম ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং মরদেহটি  ময়না তদন্তের জন্য  জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

No comments: