Sponsored ads go below

Wednesday, January 20, 2021

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ টাকা জরিমানা ও ৩ জনের কারাদন্ড


নাটোর বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের ৪ লক্ষ টাকা জরিমানা ও ৩ জনকে কারাদন্ড
মোঃ আব্দুস সালাম , নাটোর
সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে গত ১৯ জানুয়ারি বিকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ক্ষতিকারক ঔষধ প্রস্তুুত, সংরক্ষরণ ও বিক্রয় করার অপরাধে গড়মাটির- ১। মোজাফ্ফরে স্ত্রী মমতাজ পারভিন (৪৬), ২। আবু জাফরে স্ত্রী সুরাইয়া তানজিম (২৫) এবং চান্দাই এর ৩। জহুরুল ইসলামের ছেলে- মোঃ খাইরুল ইসলাম (৩৭) মোট
৩ জনকে আটক করে এবং ৪ লক্ষ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডঃ রাজেস কুমার সাহা, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, নাটোর ও ড্রাস সুপার জনাবা মাখনুন তাবাসছুম। গ্রেফতারকৃতরা হলেন- ১। মমতাজ পারভিন (৪৬) কে ০২ বছর বিনাশ্রম কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড ২। সুরাইয়া তানজিম (২৫) কে ০২ বছর বিনাশ্রম কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৩। মোঃ খাইরুল ইসলাম (৩৭)কে ১৫ পনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জব্দকৃত আলামত ১। সাইটিক এ্যাসিড- ১৫০ কেজি,১। হাইপো সোডিয়াম ২ কেজি,৩। স্যাকারিন-১০০ কেজি,৪। এ্যসিটিক এ্যাসিড-১৫০ লিটার,৫। ক্যালসিয়াম কার্বনেট-৩০০ কেজি,৬। ক্যাফেইন-২০০ কেজি,৭। ট্রাই সোডিয়াম-১০০ কেজি,৮। গিøসারিন-২০ লিটার,৯। সোডা-১৫ কেজি,১০। প্রিজারভেটিভ রং-১০ কেজি,১১। ক্ষতিকর হলুদ রং-১০ কেজি,১২। ক্ষতিকর খাবার রং-১০ লিটার,১৩। জিনিকফ- ২ হাজার বোতল,১৪। প্রিজারভেটিভ রং-১০ কেজি,১৫। জেনিফিরন ১ হাচার ৫ শত বোতল,১৬। জে পালিন ৭ শত বোতল,১৭। জেনিটা-২ শত বোতল,১৮। জি-ফড-১৩ শত বোতল,১৯। জেড-ভিটা ৭ শত বোতল,২০। জেড-১০-৫ শত একান্ন বোতল,২১। জেনি মেন্স-৩ শত বোতল.২২। জেনি টনিক ১ হাজার ছাপান্ন বোতল,২৩। জেড গ্রিপ্যাড ২শত ষাট বোতল,২৪। জেনি জল-১শত সাতাত্তর বোতল,২৫। জেনি জাইম ২শতসাতাত্তর বোতল,২৬। জেড পি-৩৫-৪শত সাঁয়ত্রিশ বোতল,২৭। জেডএক্সওয়াই-৫শত ষাট বোতল,২৮। জেড-কুপিড-২শত সতের বোতল,২৯। জেড- কার্ললোসিস-৩শত পঞ্চাশ বোতল,৩০। জেড-ক্যারা-১শত ত্রিশ বোতল,৩১। জেডএইচ-২০- পঁচাত্তর বোতল,৩২। জেড কোয়া বত্রিশ বোতল,৩৩। মমতাজ হেয়ার ওয়েল-৩শত ছিয়াত্তর বোতল সহ সকল সরঞ্জাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

No comments: