Sponsored ads go below

Wednesday, January 20, 2021

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মা কে হারিয়ে শিশু হাবিবা পেলেন অনুদানের চেক


মোঃ আব্দুস সালাম , নাটোর
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর সভায় বুধবার বিকাল ৩ টায় পৌর মেয়র কে সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির এম জাকির হোসেন একমাত্র শিশু কন্যা মোসাঃ হাবিবা খাতুন (৬) কে পৌর সভার পক্ষ থেকে ঊনিশ হাজার দুইশত টাকার অনুদানের চেক প্রদান করেন।
বনপাড়া পৌর সূত্রে জানা যায় শিশু হাবিবার বাবা হাফেজ আব্দুল ওহাব শেখ পৌর সভার গুনাইহাটি জামে মসজিদের প্রেস ইমাম। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।গত ১৫/০৬/২০২০ খ্রিঃ শিশু হাবিবা বাবা- মা এর সাথে গ্রামের বাড়ি থেকে তার বাবার কর্মস্থল গুনাইহাটি আসার পথে বনপাড়া বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-হাফেজ আব্দুল ওহাব এবং মা-স্বার্ণা বেগম দুজনেই নিহত হন। অলৌকিক ভাবে একমাত্র শিশু কন্যা মোসাঃ হাবিবা খাতুন (৬) প্রাণে বেঁচে যান। অসহায় ঐ শিশুকন্যার ভবিষৎ এর কথা চিন্তা করে বনপাড়া পৌর সভার পক্ষ থেকে ঊনিশ হাজার দুইশত টাকার অনুদানের চেক প্রদান করেন।
পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় - সভাপতিত্ব করেন পৌর মেয়র কে এম জাকির হোসেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- হিসাব কর্মকর্তা- দেলোয়ার হোসেন, সকল কাউন্সিলরগণ, ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ রেজাউল করিম মৃধা এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

No comments: