- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
জয়পুরহাটে বিট পুলিশিং এর জনসচেতনতা মূলক সমাবেশ-২০২১ অনুষ্ঠিত
আবু রায়হান, জয়পুরহাটঃ
মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে জয়পুরহাট পৌরসভার ২ নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে জনসচেতনতামূলক সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় জেলা সদরের নতুনহাট চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ( পিপিএম)।
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি' স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট সদর সাজ্জাদ হোসেন, ০৮ নং জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ০৩ নং ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, ১৬ নং আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সামসুল আলম সুমন প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই বিট পুলিশিং কার্যক্রম চুরি, ছিনতাই, মাদক দ্রব্যসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ, সকল প্রকার অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিংয়ের বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ, অফিস, সামাজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যরা একযোগে কাজ করে যাবে।
Comments