Sponsored ads go below

Saturday, January 23, 2021

কালাইয়ে বেহাল সড়কের স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করছেন স্থানীয়রা




কালাইয়ে বেহাল সড়কের স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করছেন স্থানীয়রা

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুদ-পুর বেহাল সড়কে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে  সংস্কার কাজ করছেন 
 
স্থানীয় এলাকাবাসি।

দীর্ঘদিন ধরে টাকাহুদ-পুর গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এর মধ্যে বন্যা ও বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসীরা। পরে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

রাস্তা সংস্কার কাজে ব্যস্ত সাইদুর ফকির, মানজাব মন্ডল, আঃ রউফ খান, মোহন উদ্দিন খান, সবুজ আহমেদসহ অনেকেই বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে এলাকার সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হয়। 

এ বিষয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী জানান, বর্তমান সরকারের কর্মসৃজন ও এলজিএসপি প্রকল্প চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই ওই রাস্তায় সংস্কার কাজ করা হবে।

No comments: