Sponsored ads go below

Saturday, January 23, 2021

বড়াইগ্রামে ১৬০টি ভূমিহীন পরিবার পেলো গৃহের চাবী ও জমির দলিল



মো:আাব্দুল সালাম ,  নাটোর জেলা

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাথা গোঁজার ঠাঁই হিসাবে পাঁকা ঘর পেয়েছে ১৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপকারভোগীদের হাতে গৃহের চাবী ও জমির দলিল বুঝিয়ে দেন।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, আব্দুস সালাম খান ও মমিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকার ভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

No comments: