বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

মোঃ আব্দুস সালাম , তারিখ ১৮/১১/২০ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামে মুজিব শতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভ‚মি ও গৃহহীন পরিবারের নামে বরাদ্দ ১০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জোয়াড়ী বাজার এলাকায় ওই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুস কুদ্দুস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. মোহাইমেনা শারমিন, পিআইও আব্দুর রাজ্জাক, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, উপজেলা ভূমি-কানুনগো আবু আহসান আলী, জোয়াড়ী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমূখ। 

Comments