Natore

বড়াইগ্রামে পাকা রাস্তার উদ্বোধন

মোঃ আব্দুস সালাম ,নাটোর প্রতিনিধি
 
নাটোরে বড়াইগ্রামের নগর ইউনিয়নে রোববার বিকেলে ৩টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ উপলক্ষ্যে ধানাইদহ গণ কবর চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাষক আব্দুল জব্বারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো.আব্দুর রহিম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার ইউপি চেয়ারম্যান মমিন আলী, তোজাম্মেল হোসেন, আব্দুস সালাম, আনিসুর রহমান খেচু, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও আ'লীগ নেতা আব্দুল কাদের মন্ডল। অনুষ্ঠানের প্রারম্ভে কয়েন ও ধানাইদহ এলাকায় ৩ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৩টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।

বড়াইগ্রামে অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছেন দিনমজুর

মোঃ আব্দুস সালাম ,নাটোর প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছেন একটি দিনমজুর পরিবার। এ ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার দ্বারীখৈর গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আব্দুল হাইয়ের বাড়িতে। দিনমজুর আব্দুল হাই ঘটনার দিন তার একমাত্র টিনসেড ঘরটির দরজায় তালা মেরে স্বপরিবারে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘরের ভিতর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় এবং ঘরে থাকা আসবাবপত্র, লেপ-তোষক, পোশাক ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়।
আব্দুল হাই জানান, ঘরে থাকা আনুমানিক ৮০ হাজার টাকার দ্রব্য সামগ্রী সহ টিনসেড ঘর পুড়ে যাওয়ায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে আমার। আমি ভূমহীন দিনমজুর, পরণের কাপড় ছাড়া এখন কিছুই নেই আমার । আমি এখন নিঃস্ব অসহায় হয়ে অন্যের বাড়িতে পরিবার সহ আশ্রয় নিয়েছি।


মো:আাব্দুল সালাম ,  নাটোর জেলা

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাথা গোঁজার ঠাঁই হিসাবে পাঁকা ঘর পেয়েছে ১৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। শনিবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপকারভোগীদের হাতে গৃহের চাবী ও জমির দলিল বুঝিয়ে দেন।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, আব্দুস সালাম খান ও মমিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকার ভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

বড়াইগ্রামে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

মোঃ আব্দুস সালাম ,নাটোর

নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বনপাড়া পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তারপর বনপাড়া পৌর গেটে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুল ইসলাম সর্দারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর- ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, এবং বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সম্পাদক মানিক রায়হান, পৌর ছাত্রলীগ সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Comments