Job-Chakri

43 তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু।


চাকরি-বাকরি প্রতিবেদক, 31/12/2020
43 তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু



 43 তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া গতকাল বুধবার সকাল 10 টা থেকে শুরু হয়েছে ।আবেদন প্রক্রিয়া চলবে 31 জানুয়ারি সন্ধ্যা 6 টা পর্যন্ত।

  এর আগে গত 30শে নভেম্বর দুই বিসিএস(42 ও 43)এর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 43 তম বিসিএস এর নতুন নির্দেশনা পাওয়া যাবে পিএসসি এর ওয়েব সাইটে।পিএসসি এর ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন বিভাগে মোট 1814 জন কে নিয়োগ দেওয়া হবে এই বিসিএস এ। এর মধ্যে প্রশাসনে 300,পুলিশে 100,পররাষ্ট্রে 25,শিক্ষা 843,অডিট 35,ট্যাক্সে 19,তথ্যে 22,সমবায়ে 19,কাস্টমসে 14 জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।



 
চাকরী

চাকরী


চাকরী-প্রতিবেদক

তথ্য মন্ত্রনালয়ের অধীনস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 6টি পদের জন্য মোট 8 জন কে নিয়োগ দেওয়া হবে। 



আবেদনের নিয়ম: আগ্রহী রা nimc teletalk .com.bd এর website এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 01-11-2021 সাল পর্যন্ত আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে। 

আবেদন ফি: 1-4 নং পদের জন্য 100 টাকা এবং পরবর্তী পদ গুলোর জন্য 50 টাকা আবেদন ফি আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 



Comments