Sponsored ads go below

Saturday, December 25, 2021

বড়াইগ্রামের বাবুলকে ১০ হাজার টাকার চেক দিলেন ডিসি

@

বড়াইগ্রামে বড় দিন উদ্যাপন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৫/১২/২১ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রামে খ্রীষ্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড় দিন গত শনিবার উদযাপিত হয়। উপজেলার বনপাড়া সহ ছয়টি গীর্জায় শুক্রবার দিবাগত রাতে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। বনপাড়া গীর্জায় দেশ জাতির মঙ্গল কামনা করে পাল পুরোহিত দিলীপ রোজারিও রাতে শনিবার সকাল সাড়ে টায় এবং সহকারী পাল পুরোহিত পিউশ রোজারিও সকাল সাড়ে টায় প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। এতে ধর্মপল্লীর সকল বয়সের নারী পুরুষ অংশ গ্রহণ করেন। বড় দিনের এই অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বড়াইগ্রাম উপজেরা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রার্থনা শুভেচ্ছা বিনিময় শেষে বনপাড়া গীর্জা চত্বরে গ্রামভিত্তিক কীর্ত্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় স্থান লাভ করে যথাক্রমে কালিকাপুর বনপাড়া গ্রাম। এছাড়া অংশগ্রহণকারী সকল দলকে সৌজন্য পুরষ্কার দেওয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেরা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বড়াইগ্রামের বাবুলকে ১০ হাজার টাকার চেক দিলেন ডিসি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৫/১২/২১ খ্রিঃ

নাটোরে বড়াইগ্রামের রাজাপুরে বাজারে বিনা পারিশ্রমিকে বাবুল দীর্ঘ ১৫ বছর কমিউনিটি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করায় নাটোর জেলা প্রশাসক মো. শামিম আহমেদ ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছেন। বৃহষ্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে বাবুলের হাতে চেক প্রদান করেন। তিনি বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাওতা গ্রামের হাচেন আলীর ছেলে।

সময় জেলা প্রশাসক বলেন, বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে বাবুল নামের ছেলেটি প্রায় ১৫ বছর যাবত যে কাজটি করছে তা সারাদেশে অনেকের কাছে অনুকরণীয় হতে পারে। বিনা পারিশ্রমিকে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের সড়ক পারাপারে সহায়তা করছেন, আামাদের গাড়ী যাত্রীবাহী পরিবহনের যানজট মুক্ত করছেন এবং সাধারণ জনগণ যেন রাস্তা পারাপার হতে পারেন সে দায়িত্ব তিনি পালন করছেন। আমি মনে করি শুধুমাত্র জেলা প্রশাসনের পক্ষ থেকেই নয়, সমাজে যারা বিত্তশালী রয়েছেন এবং সেখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও এগিয়ে আসা প্রয়োজন।

No comments: