বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

digital bangladesh-boraigram
মো. আব্দুস সালাম , নাটোর থেকে
নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও আইসিটি বিভাগ যৌথভাবে এর আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক প্রতি মন্ত্রি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ।

Comments