নাটোরে মাদক সেবনের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলা

madok
মো. আব্দুস সালাম , নাটোর থেকে  
নাটোরে র‌্যাবের অভিযানে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন চাঁদপুর পাবনা পাড়া  ঝইঈ ইটেরভাটার ভিতর অভিযান পরিচালনা করে ৩ পুড়িয়া শুকনা গাজা, ২০০ মিঃলিঃ চোলাইমদ, ১ টি গ্যাসলাইট, ১ টি দিয়াশলাই, ৩ টি মোবাইল, ৪ টি সীমকার্ডসহ উপজেলার  চাঁনপুর কুড়িয়া পাড়ার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ মনির হোসেন (৪০), বড় হরিশপুর বলারীপাড়ার রজব আলীর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), চৌগাছির মোঃ নুরশেদ হোসেনের ছেলে মোঃ শাহিন আলম (২১), একডালা বাবুর পুকুর পাড়ার মৃত তুলা মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা (৪০), চৌগাছি উত্তর পাড়ার মোঃ আব্দুল খালেক মন্ডলের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২১), কানাইখালীর তাইজ উদ্দিনের ছেলে মোঃ মহিদুল ইসলাম (২০), আলাইপুরের মৃত আফসার আলীর ছেলে মোঃ মনির হোসেন (৩০),  উত্তর পটুয়াপাড়ার আব্দুস সামাদের ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৭), হরিশপুর পুলিশ লাইনের মোঃ রমজান আলীর ছেলে মোঃ সবুজ হোসেন (২০), চৌধুরী বড়গাছার মৃত সাদেক ইসলামের ছেলে মোঃ আকাশ ইসলাম (২৫), - তেবাড়ীয়ার মৃত ফনি কুমারের ছেলে শ্রী  নন্দন কুমার (৫৫), রথবাড়ীর আবুল হোসেন@ অদুর ছেলে ময়েন মিয়া (৩৬), রাজশাহী জেলার পুঠিয়া থানার কৈইপুকুরিয়ার মোঃ বাবলু সরদারের ছেলে মোঃ সরল সরদার (২৩), কুষ্টিয়াজেলার , থানা- মীরপুর থানার কাথলামারীর মোঃ নিপুন ইসলামের ছেলে মোঃ লিমন ইসলাম (১৯) এবং মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃ নাঈম ইসলাম (১৯) দ্বয়কে আটক করতঃ নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Comments