Sponsored ads go below

Monday, December 6, 2021

নাটোরে র‌্যাবের হাতে পায়ুপথে মাদক বাহক আটক


মো. আব্দুস সালাম, নাটোর থেকে
নাটোর জেলার বাগাতিপাড়ায় বিশেষ কায়দায় পায়ুপথে মাদক বহন কালে ১ জনকে আটক করেছে র‌্যাব ।
নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ৫ ডিসেম্বর রাত ৩ টার দিকে বাগাতিপাড়া উপজেলার সামনে থেকে বিশেষ কায়দায় পায়ুপথে মাদক বহন কালে ৯৬ গ্রাম হেরোইন, ২ টি মোবাইলফোন এবং ৩ টি সিমকার্ডসহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাজিহাটা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ ইব্রাহিম (১৯)কে আটক করেছে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত হেরোইন বিশেষ কৌঁশলে তাহার পায়ুপথে ঢুকিয়ে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং পূর্বেও এ ভাবে ব্যবসা করার কথা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

No comments: