Sponsored ads go below

Friday, November 26, 2021

নাটোরে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

 
মো. আব্দুস সালাম, নাটোর থেকে  
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাব।
নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ নভেম্বর সন্ধা ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পাটুল বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন, ১ টি সীমকার্ড, ১ টি বাজারের ব্যাগএবং ১ টি মোটরসাইকেলসহ নওগাঁ জেলার সদর থানার রইজোয়ার দাকাহার গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ ছনি (২০)কে আটক করা হয়েছে।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।  ।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার নলডাঙ্গ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন  আইনে মামলা  করা হয়েছে। 

Virus-free. www.avast.com

No comments: