Sponsored ads go below

Wednesday, October 6, 2021

বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডির প্রতিবাদে মানববন্ধন

মো. আব্দুস সালাম  , নাটোর  প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নামে থানায় সাধারণ ডায়রী (জিডি) করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চান্দাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ, ছত্রলীগ ও যুবলীগ এই কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপি মানববন্ধনে প্রায় দুই শতাধিক নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
দিয়ারগাড়ফা গ্রামে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান, দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক সোনাউল্লাহ প্রামানিক প্রমূখ।
বক্তাগণ বলেন, দুই নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে দিয়ারগাড়ফা গ্রামের সারোয়ার উদ্দিন মোল্লা নামের ব্যাক্তি উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়রী করেন। তিনি সেখানে উল্লেখ করেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এক সভায় বক্তৃতাকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ী পোড়ানোর হুমকি দেন। মূলতঃ সারোয়ার উদ্দিন মোল্লা একজন বিএনপি সমর্থক। তিনি বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধিতা করেছেন। তার  সাধারণ ডায়রী (জিডি) বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

No comments: