বড়াইগ্রামে বিদ্যুতায়িত হয়ে মেছো বাঘের মৃত্যু

মো. আব্দুস সালাম , নাটোর  প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতায়িত হয়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। উপজেলার রাওতা গ্রামে গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের রাওতা গ্রামের টেঙ্গর আলী প্রামানিকের ছেলে ইব্রাহিম হোসেন তার ধানক্ষেতের চারপাশে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে রাখলে ইঁদুরের পরিবর্তে একটি মেছো বাঘ বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ইঁদুর মারার জন্য জমিতে এভাবে খোলামেলা বিদ্যুতের তার দিয়ে রাখা খুবই বিপদজনক। মেছো বাঘ মারা গেলেও যেকোন সময় মানুষ মারা যেতে পারতো। কোন প্রাণীকেই এভাবে মারা উচিত নয়। রাতে তাদের নির্বিঘœ বিচরণের অধিকার রয়েছে।

Comments