Sponsored ads go below

Sunday, October 10, 2021

বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে দর্শনার্থীর ঢল


মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামের গড়মাটি ঘাট এলাকায়  খালিশাডাঙ্গা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার পড়ন্ত বিকেলে বর্ণিল এই নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। এইচ পি ফাউন্ডেশনের উদ্যোগে মুজিব জন্মশতবার্ষিকীতে মোস্তাফিজুর রহমান ফরচুন স্মৃতি স্মরণে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।
নদীমাতৃক এই বাংলাদেশে ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচপ্রতিযোগিতা।
এ নৌকা বাইচ প্রতিযোগিতায় নিউ জনতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন এবং সোনারতরী এক্সপ্রেস রানার্সআপ হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

No comments: