Sponsored ads go below

Saturday, October 23, 2021

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

sমো. আব্দুস সালাম  , নাটোর প্রতিনিধি
"গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি" এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি, আলোচনা সভা এবং যানবাহনে সতর্কীকরণ  স্টিকার লাগিয়ে  দিবসটি পালন করা হয়েছে। শুক্রবার সকালে  শহরের কানাইখালী মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার মোড় স্বাধীন চত্তরে এসে শেষ হয়। সেখানে নাটোর মহাসড়কে বিভিন্ন যানবাহনে সতর্কীকরণ  স্টিকার লাগিয়ে চালকদের স্বচেতন করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃতে উক্ত রেলিতে তাঁর সাথে অন্যরা ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা সভাপতি গোলাম মোস্তফা, নাটোর ট্রাফিক ইন্সপেপ্টর বিকর্ণ কুমার চৌধুরী সহ সরকারী ও স্বেচ্ছাসেবী  "নিরাপদ সড়ক চাই" সংগঠনের জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে যাঁরা বক্তব্য রাখেন  পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আঃ রহিম, নাটোর জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

No comments: