Sponsored ads go below

Tuesday, September 28, 2021

সভাপতি রুবেল রানা, সম্পাদক আশিকুর রহমান শোভন বড়াইগ্রামে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বাষিক সন্মলন



মো. আব্দুস সালাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠত হয়েছে। উপজেলার তিরাইল দাখিল মাদ্রাসা মাঠে জিল্লুর মোল্লার সভাপতিত্বে ও মেহেদী হাসানের সঞ্চালনায় সোমবার দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দূল কুদ্দুস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সহ সভাপতি এ্যাড.কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক  সম্পাদক অধ্যক্ষ আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভার. সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু,সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দীর্ঘ্য আলোচনা ও পর্যালোচনার পর বিকেলে রুবেল রানাকে সভাপতি ও আশিকুর রহমান শোভনকে সাধারণ সম্পাদক মনোনীত করে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ৬১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

No comments: