নাটোর কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে কে শুনে কার কথা

মো. আব্দুস সালাম  , নাটোর জেলা প্রতিনিধি . তারিখঃ ২৮/০৭/২০২১খ্রিঃ  

"কেউ কাউরে নাহি ছাড়ে সমানে সমান" নাটোর সদর উপজেলা সহ ৭ টি উপজলার প্রত্যেকটিতে একদিকে যেমন চলছে প্রশাসনের কঠোর নজরদারী অন্যদিকে প্রশাসনের সাথে পাল্লাদিয়ে সাধারণমানুষ  বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজে-অকাজে বাঁধভাঙ্গা বন্যার মত ছুটে চলেছে স্থান থেকে স্থানান্তরে। গত কালকের লোক সমাগম ছিল বিগত দিনের চেয়ে অনেক বেশী।
নাটোর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শহর / বাজারের বিভিন্ন মোড়ে আইন শৃংখলা বাহিনী চেক পোস্ট বসিয়ে চালাচ্ছে নজরদারী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর একাধিক টিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  করছে জরিমানা। ভ্রাম্যমানটিম দেখলেই যে যেদিক দিয়ে পারে  পালিয়ে যাচ্ছে আবার ভ্রাম্যমানটিম চলে গেলেই ভিন্ন দৃশ্য।
বিভিন্ন লোকের সাথে কথা বলে জানা যায় অনেকেই বিশেষ প্রয়োজনে জীবন ও জীবীকার প্রয়েজনে বাড়ি থেকে বের হয়েছে, আবার অনেকেই বাড়িতে দম বন্ধ হয়ে মরার ভয়ে অহেতুক বাহির হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন এমনও বলেছে,  বিশেষ প্রয়োজনে ব্যবহার করার জন্য পুরাতন প্রেসক্রিপশ হাতে নিয়ে বের হয়েছে।
জনসাধরনের ধারনা এভাবে চললে আগামীতে করোনা সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে।

Comments