নলডাঙ্গা উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন

মো. আব্দুস সালাম, নাটোর জেলা প্রতিনিধি, তারিখঃ ২৭/০৭/২০২১খ্রিঃ  

নাটোরের  নলডাঙ্গা  উপজেলায় স্বাস্থ্যকমপ্লেক্সের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক জনাব  শামীম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়াও  স্বাস্থ্যবিধি মেনে সেখানে উপস্থিত ছিলেন সিভির সার্জনের প্রতিনিধি ডাঃ মাহবুব হোসেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নাটোর জর্জ কোর্টের  পিপি এ্যডভোকেট সিরাজুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নব নির্মিত স্বাস্থ্যকমপ্লেক্সের কাজে নিয়োজিত প্রকৌশলী ফারুখ আহমেদ জানান ৫০ শয্যা বিশিষ্ঠ ভবনের নির্মান কাজে ব্যয় হয়েছে ২৬ কোটি ৮৭ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকা।   

Comments