বড়াইগ্রামে হাফিজা নিহতের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

search jobs Bangladesh America
মো. সাব্দুল আলী ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৮/০৫/২১ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রামে হাফিজা নিহতের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আটুয়া রাথুর মোড় এলাকার ফিডার রাস্তায় দাঁড়িয়ে এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভিকটিম হাফিজার পিতা হালিম সরকার, মাতা মোসা: রোকেয়া বেগম, ভাই রায়হান সরকার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, কেন্দ্রীয় শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিজুল ইসলাম পারুল, সদস্য মোবারক হোসেন, উদীচী সংগঠনের সদস্য আলফুজ্জামান প্রমুখ। বক্তাগণ হাফিজা নিহত সংক্রান্ত বিষয়ের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।  

Comments