নাটোর ডোপ টেস্টে ১১ জনের বিরুদ্ধে মামলা

মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি
নাটোর আটকের পর ডোপ টেস্ট করে  ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে। গত ২৮ মে  রাত্রি ১০ টার দিকে নাটোর র‌্যাব-৫ কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিনএর নেতৃত্বে সদর উপজেলার একডারা গ্রামের বাবুর পুকুর পাড়ে মাজারের সামনে  অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজা, ১ টি মাটির কলকি, ২ টি গ্যাস লাইট সহ  উপজেরার নারায়নপাড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে মোঃ সাদেরুল ইসলাম (৪০), লোটাবাড়িয়া পশ্চিমপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ জয়নাল আবেদীন(৩৫), পশ্চিম বড়গাছার মৃত সামসুজ্জোহার ছেলে মোঃ নয়ন (১৯), চন্দ্রপুর ডোবারপাড়ার মো. আলাউদ্দিনের  ছেলে মোঃ আরিফুল ইসলাম জান্টু (২৭), উত্তর বড়গাছার মোঃ আব্দুল ওহাবের ছেলে মোঃ মাহবুব (৩০), মোঃ রাশেদুল ইসলামের ছেলে মোঃ শরিফুল ইসলাম জয় (২০), সাতনি দিয়ার গ্রামের  মোঃ এনামুল কবিরের ছেলে মোঃ আশিক ইসলাম (২০), মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (১৯), কানাইখালী চাউলপট্টির মৃত ফজর আলী শেখের ছেলে মোঃ দুলু শেখ (২৪), কাপুরিয়াপট্টির মোঃ হাফিজের ছেলে মোঃ নাঈম রহমান (২৪ এবং মোঃ সাদেক শেখের ছেলে মোঃ সাব্বির শেখ (২৪)কে আটক করে নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করালে  পজেটিভ হওয়ায় তাদের আটক করা হয়।
র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা বিভিন্ন এলাকা হইতে আসিয়া মাদক সেবন করিয়াছেন। তিনি আরও জানান তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায়  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments