Sponsored ads go below

Wednesday, June 2, 2021

নাটোর ডোপ টেস্টে ৫ জনের বিরুদ্ধে মামলা

মো. আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি
নাটোর আটকের পর ডোপ টেস্ট করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে। গত ২৯ মে  রাত্রি ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে সদর উপজেলার এনএস কলেজ মাঠের পূর্ব পাশের্^  বট গাছের নীচে অভিযান চালিয়ে চাঁদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৫০), উত্তর বড়গাছার  জিল হক মজুমদারে ছেলে মোঃ স্বপন মজুমদার (৩০), বনবেলঘরিয়ার মোঃ ছমির আলীর ছেলে মোঃ রাব্বি হোসেন (২০), মোঃ সিরাজ মোল্লার ছেলে মোঃ সজল (২২) এবং রামাইগাছি গ্রামের মোঃ আজগর শেখের ছেলে মোঃ রাজিব হোসেন (২৫) কে আটক করে নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করালে  পজেটিভ হওয়ায় তাদের আটক করা হয়।
র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা বিভিন্ন এলাকা হইতে আসিয়া মাদক সেবন করিয়াছেন। তিনি আরও জানান তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায়  মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments: