মো.আব্দুস সালাম, নাটোর
নাটোর লালপুরে মো. আব্দুল মান্নানের পুরাতন পুকুর থেকে এক দুর্লভ গঙ্গা মূর্তি উদ্ধার করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায় সকালে মাটি কাটার একপর্যায়ে মাটির নীচে থাকা কোন এক ধাতব পদার্থের সাথে কোদাল লেগে বিকট শব্দ হলে শ্রমিকদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। শ্রমিকেরা অতি সাবধানে মাটি খুড়তে থাকলে সেখান থেকে বেরিয়ে আসে ৩ ফুট দৈর্ঘ্য এবং ১.৫ ফুট প্রস্তের দুর্লভ মূর্তি। খবর পেয়ে এলাকা থেখে শত শত লোকের আগমন ঘটে। সংবাদের গন্ধ পেয়ে ছুটে আসেন গনমাধ্যম কর্মী।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার শাম্মি আক্তার জানান খবর পেয়ে সেখানে গিয়ে ৩ ফুট দৈর্ঘ্য এবং ১.৫ ফুট প্রস্তের ১৪৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার করে উপজেলা পরিষদে আনা হয়েছে তবে মূর্তিটি ডিসি অফিসে পাঠানো হবে। কেউ মূর্তিটি সনাক্ত করতে না পারলে ছবি তুলে যাদুঘরে পাঠালে তারা এটি প্রায় দেড় হাজার বছরের পুরাতন গঙ্গা মূর্থি বলে জানান।
Comments