গুরুদাসপুরে ২কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক


মো. আব্দুস সালাম , নাটোর থেকে, ২৫/০৫/২০২১খ্রিঃ
নাটোরের গুরুদাসপুর ২ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর থানার পিপলা গ্রামে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা, ১টি মোবাইল ও ১টিসীমকার্ড সহ মো. রুস্তম আলী প্রামানিক (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। মো. রুস্তম আলী সিরাজগঞ্জ জেলার তাড়াস থানার কাটাবাড়ী বড়পাড়া গ্রামের তয়জাল প্রাং এর ছেলে।
র‌্যাব কর্মকর্তা জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুস্তম আলী মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments