বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

মো. আব্দুস সালাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত পুনর্মিলনীতে প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন। পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এমদাদুল হক, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক হাসান ফারুক, চেঞ্জ টিভি ডট প্রেসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাছ, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন ও সাংবাদিক আসাদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংবাদিক, প্রতিষ্ঠান প্রধান, কাউন্সিলর ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 

Comments