Sponsored ads go below

Friday, May 14, 2021

২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন আটক

মো. আব্দুস সালাম , নাটোর
নাটোরের নলডাঙ্গায় ২টি মোটর সাইকেল ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার)র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিনএর নেতৃত্বে নাটোরের নলডাঙ্গা উপজেলায় হাপানিয়া বাজার মসজিদ মোড় এলাকায়  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিল,২টি মোটর সাইকেল, ৫টি মোবাইল,৮টি সীমকার্ড, ২টি মেমোরীকার্ড সহ দিনাজপুর জেলার বিরামপুর থানার হরিহরপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন হোসেন (৩৩), ঐ থানার পারভবানীপুর গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে মো. আরজান হোসেন (৩২), নলডাঙ্গ থানার পাটুল হাপানিয়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. বুলবুল প্রামানিক (২৬) এবং একই থানার বাঁশবাগ পূর্বপাড়া গ্রামের মো. আজিম উদ্দিন দেওয়ানের ছেলে মো. সবুজ ইসলাম (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাচার ও বিক্রয়ের  কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Virus-free. www.avast.com

No comments: