মো. আব্দুস সালাম ,বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০৬/০৪/২১ খিঃ
নাটোরের বড়াইগ্রামে করোনা বিস্তার রোধকল্পে লকডাউনে সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞা বিষয়ক প্রচার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। তিনি সোমবার সকালে বনপাড়া পৌর শহরের বিভিন্ন মার্কেটে ও বাস ষ্ট্যান্ডে হ্যান্ড মাইক দিয়ে করোনা বিষয়ক বিধি নিষেধ প্রচার করেন। বিধি বহির্ভূত দুই-একটা দোকান খোলা থাকলেও তা বন্ধ করে দেন এবং পরবর্তীতে বিধি লংঘনকারীদের ছাড় দেয়া হবে না বলে প্রাথমিকভাবে সকলকে কঠোরভাবে সতর্ক করে করেন।
তিনি বলেন, কাঁচা বাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সরকারী বিধি মোতাবেক সকাল ৮ট থেকে বিকেল ৪ট পর্যন্ত খোলা থাকবে। ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার পর দ্রæত স্থান ত্যাগ করতে হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Comments