বড়াইগ্রামে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন

মো. আব্দুস সালাম , নাটোর
আসন্ন রমজান উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বনপাড়া পৌর শহরে এ পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। সেখানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি (ভার.) আব্দুল কুদ্দুস মিয়াজি ও এলাকার সুধীজন। উদ্বোধনী দিনে নির্দিষ্ট পরিমানে চিনি, ছোলাবুট, মশুরের ডাল, সয়াবিন তেল ও পিয়াজ স্বল্প মূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন রমজান ও করোনা মোকাবেলায় নিত্যপয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পর্যায় ক্রমে টিসিবি পন্য স্বল্পমূল্যে বিক্রি করা হবে। মহামারি করোনা প্রতিরোধে সকলের মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য গ্রহণ করতে হবে।

Comments