নাটোর জেলায় ভ্রাম্যমান আদালত কতৃক মাক্স পরিধান না করার অপরাধে ০৪ জনের জরিমানা


মো. আব্দুস সালাম , নাটোর
নাটোর জেলায় র‌্যাবের অপারেশন দল কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি এ,কে,এম এনামুল করিম এর নেতৃত্বে ০৬ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১১টার দিকে নিচাবাজার , রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লকডাউন চলাকালীন মাক্স পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১। হিরেন সরকার (৫০) কে ১০০/- টাকা, ২। মোঃ কুরবান (৪২) কে ৫০/- টাকা, ৩। মোঃ শাহজাহান (৩৫) কে ২০০/- টাকা, ৪। আবেছ আলী (৪৭) কে ১০০/- টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিপালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াইর রহমান। উল্লেখ্য যে, জনগনের মধ্যে কোভিড-১৯ (করোনা) মহামারীকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলাফেরা সীমিত করার জন্য অনুরোধ করা হয় ।

Comments