Sponsored ads go below

Thursday, April 1, 2021

বড়াইগ্রামে প্রয়াত আ’লীগ নেতা ডা. আয়নুল হকের স্বরণসভা অনুষ্ঠিত

মোঃ আব্দুস সালাম , নাটোর
 বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আয়নুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মরহুমের গ্রামের বাড়ি মহিষভাঙ্গায় তাঁর জ্যাষ্ঠ পুত্র ও বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ'লীগ (ভার.) সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মরহুমের জামাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও কুলখানী অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ২০০২ সালের ২৯ মার্চ ডা.আয়নুল হক দুর্বৃত্তদের হাতে নিহত হন। 

No comments: