মোঃ আব্দুস সালাম , নাটোর
নাটোরের বড়াইগ্রামে অগ্নিকান্ডে বসতবাড়ি সহ গোবাদি পশুর মৃত্যু হয়েছে। এতে ৪ টি ছাগলের মৃত্যু, ২টি ছাগল সহ ১টি গরু আহত হয়েছে। অগ্নিকান্ডে ২টি ঘর, অন্যান্য দ্রব্যসামগ্রি পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইহাটি গ্রামের মৃত অমিল উদ্দিনের পুত্র আব্দুর রহমানের বাড়িতে।
আব্দুর রহমান জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে গোয়াল ঘর ও রান্না ঘরের প্রজ্বলিত আগুনে আলোকিত হয়ে উঠে এলাকা। শয়ন ঘর থেকে আলো দেখে বের হই ঘর থেকে। তখন আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে আগুন নিভাতে। সে সময় জীবনের ঝুঁকি নিয়ে গোয়াল ঘরে থাকা গরু-ছাগল উদ্ধার করে তারা। এরমধ্যে ১টি গরু ও ৬টি ছাগল দগ্ধ অবস্থায় উদ্ধার করলেও ৪টি ছাগল ইতোমধ্যে মারা গেছে।
Comments