বড়াইগ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন


মোঃ আব্দুস সালাম , নাটোর
নাটোরের বড়াইগ্রামে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রভৃতির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস শুক্রবার উদযাপন করেছে। তারমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসের সংবর্ধনা দেয়া হয়েছে।
বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আবুল খায়ের প্রমুখ।

Comments