বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে মাস্ক বিতরণ

মোঃ আব্দুস সালাম , নাটোর
"মাস্ক পরার অভ্যাস করি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি" এ ¯েøাগানকে সামনে রেখে নাটোরের বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলকরণে "নো মাস্ক নো এন্ট্রি"এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার  সকাল ৯টায়  উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস বাস স্ট্যান্ড এলাকায় যানবাহনের যাত্রী , চালক ও হেলপারের মধ্যে ১ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করে "নো মাস্ক নো এন্ট্রি" কার্যক্রমের উদ্বোধন করেন বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম। তিনি বলেন, মাস্ক ছাড়া কোনো যানবহনে কেউ চলাচল করতে পারবে না। জনসমাগমের স্থানসমূহেও শতভাগ মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে কাজ করবে হাইওয়ে পুলিশ সদস্যবৃন্দ।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম আরো বলেন, আমরা আগেও হাইওয়ে থানার পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি। করোনা ভাইরাস প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া হাইওয়ে থানার এস.আই মো. আনোয়ার হোসেন, গোলাম মাসুম, সার্জেন্ট ই¯্রাফিল হোসেন সহ পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া সেখানে ছিলেন বড়াইগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তফা ব্যাপারী ও এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

Comments