বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


মোঃ আব্দুস সালাম ,নাটোর
নাটোরের বড়াইগ্রামে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, এতিমদের জন্য বিশেষ খাবার পরিবেশনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটিতে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজে, মেযর কে.এম.জাকির হোসেনের সভাপতিত্বে বনপাড়া পৌরসভায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনাযতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনাযতনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আ'লীগ সভাপতি (ভারঃ) আব্দুল কুদ্দুস মিয়াজি, সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে দিবসটি পালিত হয়। বনপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে রং বেরঙের পতাকা উত্তোলন ও উপজেলা চত্বরে নানা রঙের আলোক সজ্জা প্রজ্জলন করা হয়। উপজেলা চেয়ারম্যানের ব্যবস্থাপনায় বনপাড়া আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দুইটি হাফেজ ও এতিম খানার শতাধিক শিক্ষার্থীর মাঝে এবং বনপাড়া পৌর মেয়রের উদ্যোগে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে ৮টি হাফেজ ও এতিম খানার কয়েক শত শিক্ষার্থীর মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

Comments