লালপুরে ১৮৫ পিস ইয়াবা সহ র‌্যাবের হাতে ১ জন আটক

মোঃ আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি
নাটোর লালপুরে নাটোর র‌্যাব-৫ অপারেশন কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃত্বে গত রবিবার সন্ধা সাড়ে সাতটার দিকে নওপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন রাজশাহী জেলার বাঘা উপজেলার পলাশী ফতেপুর গ্রামের হাবলু শেখের ছেলে মোঃ আমিন (২০)।
উদ্ধারকৃত আলামত সমূহ ১৮৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, ১টি মেমোরীকার্ড, নগদ ১৫৫০/- পনেরশত টাকা।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বাক্ষীদের সন্মুখে  স্বীকার করেন।
এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।  

Comments