বড়াইগ্রামে সাধু যোসেফের মহাপর্বোৎসব উদ্যাপন

মোঃ আব্দুস সালাম ,নাটোর
নাটোরের বড়াইগ্রামের কুমরুল গ্রামের ধর্মপল্লীতে গত ১৯মার্চ সকাল ৯টা হতে দিনভর খ্রিস্টধর্ম জাজক সাধু যোসেফের মহাপর্বোৎসব এর অংশ হিসাবে সাধু যোসেফের মূর্তি স্থাপন,মাল্যদান, ভক্তদের ভক্তি প্রদর্শন, আলোচনা এবং আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির নাচ,গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হয়।
বনপাড়া ধর্মপল্লীর পুরহিত ফাদার শংকর গমেজ উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, বনপাড়া পৌরসভার ৮ নং ওয়াডের্র সাবেক সভাপতি মোঃ আব্দুস সোবহান, জোয়াড়ী ইউপি সদস্য ফেরদৌস আলম সহ অত্র এলাকা অসংখ্য সূধীজন।
অনুষ্ঠানকে প্রানবন্ত করতে গির্জাঘর সহ গোটা ধর্মপল্লী বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছিল। সকাল ৮টা থেকে রাত্রি পর্যন্ত খ্রিস্টধর্মীয় শত শত নারী পুরুষের সাথে অনান্য সম্প্রদায়ের আগমনে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়েছিল।

Comments