- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
মোঃ আব্দুস সালাম , নাটোর প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়। দিবসটিতে পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়া বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে পৌর মিলনায়তনে, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান প্রমৃখ। এছাড়া বঙ্গবন্ধুর ভাষণ, গজল, কবিতা আবৃত্তি ইত্যাদি আইটেমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়। দিবসটিতে পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়া বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে পৌর মিলনায়তনে, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজির সভাপতিত্বে বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর -৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ'লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান প্রমৃখ। এছাড়া বঙ্গবন্ধুর ভাষণ, গজল, কবিতা আবৃত্তি ইত্যাদি আইটেমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
Comments